Poetics-Aristotle - Chapter -3 - The Manner of Poetic Imitation - Bangla Translation and Explanations

Poetics by Aristotle 
Chapter 3 - The Manner of Poetic Imitation - Bangla Translation and Explanation

তৃতীয় পরিচ্ছেদঃ কাব্যিক অনুকরণের রীতি
এই সমস্ত কলায় ৩য় যে পার্থক্যটি রয়ে যাবে সেটি হচ্ছেপ্রতিটি বিষয়কে যে রীতিতে অনুকরন প্রকাশ করা হয়। এই মাধ্যমে একই বিষয়কে বিভিন্নভাবে উপস্থাপন করা সম্ভব। এটা কারো মৌখিকবর্ণনার মাধ্যমে করা যেতে পারে অথবা যাকে উপস্থাপন করা হবে তাঁর মতই একটি চরিত্র কল্পনা করেতাঁর মাধ্যমে প্রকাশ করা যেতে পারেআর এটা হল হোমারের পদ্ধতি। অথবা কোন পরিবর্তন না করেইওই ব্যাক্তির নিজের কথার মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে।  অথবা ওই চরিত্রের কর্মকান্ড গুলোনাটকের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। তা হলে গোড়াতেই যে কথা বলেছিলামবিভিন্ন শৈল্পিকঅনুকরণের মধ্যে পার্থ্যক্যের ভিত্তি হলঅনুকরণের মাধ্যমঅনুকরণের বিষয় এবং উপস্থাপনার রীতি।এই পার্থক্যসূত্রই আমাদের কতকগুলো বিশেষ শ্রেণীর শিল্পকর্মের মধ্যে সাদৃশ্যসূত্র আবিষ্কারে সাহায্যকরে তাই এক হিসেবে আমরা সফোক্লিসকে হোমারের সমজাতীয় অনুকারক রূপে চিহ্নিত করুতেপারি। কারন তারা দুজনেই উন্নততর চরিত্রের অনুকরন করেছেন। অনুকরণ করেছেন। আবার ভিন্নতরঅর্থে তাকে আরিস্টোফেনিসের মতো বলতে পারি, এই জন্যে যে তাঁরা দুজনেই কর্মরত মানুষেরসত্যিকার ক্রিয়াশীল রূপটির অনুকরণ করে থাকেন। কেউ কেউ বলেন যে তাদের রচনায় মানুষেরবাস্তব ক্রিয়াশীল রূপটি উপস্থাপিত হয়েছে বলেই ঐগুলোকে ড্রামা বা নাটক আখ্যা দেওয়া হয়েছে।এই শব্দব্যুৎপত্তিগত যুক্তি দেখিয়ে ডোরিয়গণ দাবি করেন যে ট্রাজেডি  কমেডি উভয়ই তাদেরআবিষ্কার।  গ্রীসের মেগারিয়গন কমেডিকে নিজেদের আবিষ্কার বলে দাবী করে এই যুক্তিতে যে,তাদের গণতান্ত্রিক শাসন-ব্যবস্থার উন্মেষের পরেই কমেডির উদ্ভব হয়েছিলআর সিসিলি-দ্বীপবাসীমেগারীয়গণ করে থাকে এই যুক্তি দেখিয়ে যে কবি এপিকারমাস যিনি সিওনাইডিস এবং ম্যাগনিসএর অনেক পূর্ববর্তীতিনি সিসিলির অধিবাসী ছিলেন। পিলোপন্নেসের ডোরীয়দের মধ্যে কেউ কেউট্র্যাজেডি সম্পর্কেও এঁরূপ দাবী করে থাকে। তারা নামগুলোকেই তাদের পোষিত ধারণার সপক্ষে প্রমাণবলে গণ্য করে থাকে  তারা এই বলে মনোযোগ আকর্ষণ করতে চায় যে, এথেন্সবাসীরা যেখানে দূরবর্তীগ্রামগুলোকে ডিমোই বলে থাকেসেখানে তারা নিজেরা বলে থাকে কোমাই। তাদের মতে কমিকঅভিনেতারা তাদের নামটি আমোদ স্ফূর্তি করা অর্থজ্ঞাপক কোমাজেইন শব্দ থেকে পায়নি ঐটিজুটিয়েছে নগরবাসীদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বাধ্য হয়েই তারা কোমাই বা গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াতবলে  বিশেষ অর্থসূচক কমোডোই শব্দ থেকে। তাছাড়া ক্রিয়া বা করা অর্থে তাদের ব্যবহৃত ডোরীয়প্রতিশব্দ হচ্ছে ড্রানঅন্যদিকে এথেনিয় প্রতিশব্দ হচ্ছে প্রাট্টেইন তাই অনুকরণের বিভিন্ন সংখ্যা চরিত্র রয়েছে। 
পর্ব ৪ এর অনুবাদ
ব্যাখ্যা  টিকাসমূহঃ 
১। Sophocles- তিনি হলেন প্রাচীন তিন জন বিখ্যাত ট্রাজেডি নির্মাতার একজন।  খ্রীস্টপূর্ব ৪৯৬ অব্দেরশীতকালে তিনি এথেন্সে জন্মগ্রহণ করেন। তিনি ৪০৬ খ্রীস্টপূর্বাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। ছোটবেলায়তিনি শিক্ষা লাভ করেন  নৃত্য-গীত ইত্যাদি কলায় পারদর্শী হয়ে উঠেছিলেন। কণ্ঠস্বরের দুর্বলতারজন্যে অভিনেতা হিসেবে সার্থক হতে না পারলেও উত্তরকালে তিনি নাট্যরচনায় অপরিসীম কৃতিত্বেরপরিচয় দেন। তিনি শতাধিক ট্রাজেডি নাটক রচনা করেছিলেন বলে জানা যায়। তবে তাঁর মধ্যে সাতটিরবেশী নাটকের সন্ধান পাওয়া যায়নি খ্রীস্টপূর্ব ৪৬৪ অব্দে নাটক প্রতিযোগিতায় এসকাইলাসকে পরাজিতকরে তিনি প্রথম পুরস্কার পান। পরে বিশবার  দুর্লভ পুরস্কার লাভ করেন। তার বিভিন্ন নাটকের মধ্যেরাজা ইডিপাসইলেক্ট্রাএন্টিগোণএজাক্সইত্যাদি অনবদ্য সৃষ্টি। বিস্তারিত পড়ুন
২। Aristophanes- তাঁর পিতার নাম ফিলিপ্পাস। তিনি খ্রীষ্টপূর্ব ৪৪৬ থেকে ৩৮৬ অব্দ পর্যন্ত বর্তমানছিলেন।  গ্রীক কমেডি নাট্যকার। তিনি কমেডির অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেবিশেষ কিছু জানা যায় না।  শোনা যায় উত্তরাধিকার সূত্রে আ্যাজিনা দ্বীপে তাঁরা কিছু ভু-সম্পত্তি লাভকরেছিলেন। সেজন্য অনেকে তাঁকে ওখানকার অধিবাসী মনে করেন। সে যাই হোকতাঁর জীবনসম্পর্কিত যে সব তথ্য জানা সম্ভবতা তাঁর রচনার মধ্যেই ছড়িয়ে আছে। তিনি প্রায় চল্লিশটির মতকমেডি  হাস্যরসাত্মক নাটক লিখেছিলেন। তার মধ্যে এগারটির বেশী আজ আর পাওয়া যায় না। তাঁররচিত নাটকগুলির মধ্যে মেঘ, ‘বোলতা’ ‘ব্যাঙ’ ‘পাখি’  ইত্যাদি উল্লেখযোগ্য। আরিস্টোফেনিসউল্লেখযোগ্য কবিত্বৃশক্তির অধিকারী ছিলেন। তিনি দৃষ্টিভঙ্গীতে সংরক্ষণশীল ছিলেন। যা কিছু তাঁরঅপছন্দ  রুচিবিরুদ্ধ ছিল তাকেই তিনি ব্যঙ্গ হেনেছেন। প্লেটোর মতে তিনি আ্যাগাথন, অলসিবাইডসএবং সক্রেটিসের বন্ধু ছিলেন। প্লেটোর মতে তিনি সক্রেটিসের মৃত্যু নিয়ে তাঁর মেঘ নাটকটি লিখেন। বিস্তারিত পড়ুন
৩। Drama - গ্রীক শব্দ ড্রামা দিয়ে ক্রিয়াকর্ম বা কোন একটি কাজ সমাধা হয়েছে বুঝায়। শব্দটিরব্যুৎপত্তিগত অর্থ হল 'যা করা হয়েছে' এটি ড্রান নামক ক্রিয়া থেকে উদ্ভূত। বিস্তারিত পড়ুন
৪। Dorian - প্রাচীনকালে গ্রীকরা ৪টি প্রধানগ্রুপে বিভক্ত ছিল এরা হল ডোরিয়ানআকাইয়ান,এইওলিয়ানআইয়োনিয়ান। মেগারাপিলোপন্নেসাসের বৃহত্তর অংশ এবং সিসিলির অধিবাসীদেরপ্রধানতঃ ডোরীয় বলেই গণ্য করা হত। বিস্তারিত পড়ুন
৫। Megarian - মেগারীয় গ্রীসের পশ্চিম এট্টিকায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর। এখানকারঅধিবাসীদের মেগারীয় বলা হয়।বিস্তারিত পড়ুন
৬। Epicharmus -  এপিকারমাস এই গ্রীক নাট্টকার  দার্শনিক ৫৫০ থেকে ৪৬০ খ্রীষ্ট পূর্ব পর্যন্ত বেচেছিলেন। তিনি ছিলেন সিসিলির সাইরাকিউজের অধিবাসী  সক্রেটিস তাকে কমেডির রাজপুত্র বলেন।আর হোমার তাকে ট্রাজেডির রাজপুত্র বলে আখ্যায়িত করেন। তিনি পুরাণভিত্তিক কাহিনী রচনাই বেশীপছন্দ করতেন। বিস্তারিত পড়ুন
৭। Chionides - সিওনাইডিস সিওনাইডিস এথেন্সের একজন কৌতুক নাট্যকার। তিনি খ্রীষ্ট পূর্ব ৫মশতাব্দীতে বর্তমান ছিলেন। বিস্তারিত পড়ুন
৮। Magnes - ম্যাগনেস সিওনাইডিসের সমসাময়িক ম্যাগনিসও একজন প্রাচীন কৌতুকনাট্যকার। বিস্তারিত পড়ুন
৯। Peloponnese - পিলোপন্নেস এই শব্দটি দিয়ে পেনিনসুলা বুঝায়। এই অংশটি গ্রীসের দক্ষিণেঅবস্থিত। এটি করিন্থের মাধ্যমে মূল ভূমির সাথে যুক্ত।  বিস্তারিত পড়ুন

Comments

Post a Comment

Popular Posts